ভাষ্করকাকু– My Uncle
এত তাড়াতাড়ি ভাষ্করকাকু, এতো তাড়াতাড়ি চলে গেলে কি করে চলবে । জটিল অঙ্কটা যে এখনও মিলছে না, খাতা খুলে বসে আছি । জীবনবিজ্ঞানের হিসাবগুলো আর মনে দানা কাটছে না। পদার্থবিদ্যার আরও কিছু বাকী আছে। সেই কবে প্রায় কুড়ি বছর আগে আমরা পরীক্ষা দিয়েছি তবু আজও সেই সন্ধ্যের মতন আমি আর অগ্নি বসে আছি, তুমি আসবে বলে। সেইদিন, তুমি আসনি বলে, আমরা সাইকেল নিয়ে, পৌঁছে গেছি সেই পুকুর পাড়ে। আমাদের সেই ফাজিল ডাক, তারপর পালিয়ে আসা। তুমি এসেছিলে। সেইদিনের মতন আমরা আরও একবার বইখাতা নিয়ে, সবকিছু ছেড়েছুড়ে বসে পরতে পারি। আরও একটা পরীক্ষার জন্যে। শুধু একবার নয়, বারবার অনেকবার, তুমি আসবে বলে। আমাদের বইবন্ধ আড্ডার মাঝে চেয়ার টেনে। দিনকয়েক আগে, তোমাকে যখন প্রণাম করলাম তুমি টেনে নিলে আমাকে, তোমার সেই হাসি শেষ হাসি হয়ে গেল। ভাষ্করকাকু, আমরা বসেআছি তুমি আসবে না বলে, প্রণাম নিও, ভালো থেকো। আরও ভাল থেকো, যতটা ভাল আমারা আছি, তার থেকেও।। - ঋজু ঘোষ, ১৪ ফেব্রুয়ারী, ব্যাঙ্গালোর ...