Posts

Showing posts from December, 2021

একটি বিচ্ছেদের কবিতা

Image
  একটি বিচ্ছেদের কবিতা ---------------- পাঁচতারা রেঁস্তরায় ওয়াইনের গ্লাস হাতে  কেত মারা ছবি পাঠিয়েছিলাম তোমাকে। তুমি জিজ্ঞেস করেছিলে, 'সঙ্গে কে?'  আমার উত্তর ছিল, 'কেউ তো ছিল না!  ওয়েটারকে বলায় সে ছবি তুলে দেয়।' তুমি আমাকে দক্ষ আইনজীবীর মত কুপোকাত করে একটিই কথা বলেছিলে, 'তুমি বুঝি একা দুটো গ্লাস নিয়ে মদ খাও?' আমি জবাবে বলতে চেয়েছিলাম ---  আমি তো ওইভাবেই খাই  যখনই একা খেতে বসি  তোমার কথা মনে পড়ে এমনকি হোটেলের বিছানায় দুটি বালিশ  পাশাপাশি সহাবস্থান করে  আমার বাথরুমে দুটি টাওয়েল, দুটি ব্রাশ, দুটি সাবান পাশাপাশি রাখা থাকে। কারন এইভাবেই তোমাকে আমার পাশে রাখা যায়।  এইসব বলিনি, মানে এত গুছিয়ে  বলতে পারিনি তুমি বলেছিলে, 'বাড়ি ফেরার দরকার নেই।' আমিও চিরকালের মত তোমার কথাই মেনে নিয়েছি। আমি বাড়ি ফিরে কী করব?  তোমার সাথে কাটাব বলে?  সে তো আমি সবসময়ই কাটাই।  তার জন্যে বাড়ি না ফিরলেও চলে  ... ভুবনজোড়া আমাদের সংসার।।  -- ঋজু ঘোষ, ২৯-ডিসেম্ব্র-২০২১, ব্যাঙ্গালোর