আড়াল
যে সূর্য্য হারিয়ে গেছে মেঘের ফাঁকে, তাকে ফিরিয়ে আনতে পারে একপশলা বৃষ্টি। তোমাকে খুঁজেছি মহানগরীর রাস্তায়, তুমি দাঁড়িয়ে ছিলে বারান্দায় একমনে আনমনা। একফাঁকে লুকিয়ে, পাশ থেকে দেখেছি তোমায় তুমি জানতে না। তুমি জানতে না বলেই তুমি এত সুন্দর, আর আমি মেঘ হয়ে ঢেকেছি তোমায়। স্বার্থপরের মত আড়াল করেছি, তবু তুমি ছড়িয়ে পড়েছ এক এক করে চারপাশে। আমার তবু সকাল হয়েছে রাত পেরিয়েছে চাতকের মত সবাই বৃষ্টি চেয়েছে তবু বৃষ্টি হয়নি, তুমিও রয়েছ আমার আড়ালে। - ঋজু ঘোষ, ৯ এপ্রিল ২০১৬, ব্যাঙ্গালোর