পাশবিক

পাশবিক যৌনাতায় আর যাই থাকুক না থাকুক প্রেম থাকে না
ভালোবেসে কে আর মার খেতে চায়?
গোলাপের পাপড়ি ছেঁড়ে যারা তারা কি গোলাপ প্রেমী
তারা ফুল ব্যবহার করে ভাগ্য নির্ণয়ে?
ভাগ্য যদি গোলাপ, শাঁখা, চুনি পান্না দিয়ে বদলানো যেত তাহলে
প্রথমেই মানুষ হোত অলস ও কর্মবিমূখ
নদীর ধারে হা করে পরে থাকা কুমীরের মত
আমরাও প্রেমহীন যৌনতায় হারিয়ে যেতাম
কোথায় সেই বৈষ্ণব পদাবলী বা আরব্য রজনী ?
দুবেলা দুমুঠো খেয়ে চল ঘুম লাগাই, "কাল মধুমাস" 

- ঋজু ঘোষ, ৮ এপ্রিল ২০১৬, ব্যাঙ্গালোর

Comments

Popular posts from this blog

ভিনসেন্ট ভ্যানগখ এর সাথে

Cooch Behar a Pop History (ইতিকথায় কোচবিহার)

Durga Puja 2013 in Bangalore