Posts

Showing posts from September, 2017

পাম-দা কেমন আছেন ?

আরে পাম-দা ' কে চেনা আছে ? সেই পামদা যে কিনা লেডি বার্ড সাইকেল নিয়ে মেয়েদের স্কুলের সামনে ঘুরঘুর করত স্কুল লাইফ থেকেই। পাম-দার ছোটবেলার থেকেই একটা বদ অভ্যাস ছিল পান খাওয়ার। সেটা আবার বেশি খয়ের ও চুন দিয়ে খেত বলে কথা বলার সময় পামদার মুখ থেকে লাল রক্তের মত রস গড়িয়ে পড়ত। সেই দেখে পামদাকে একটি মেয়ে বলেছিল , তোমার আমাদের মত মেয়ে নয়, ভৈরবী দরকার।  তুমি তন্ত্রসাধনা কর।  পামদা সেই থেকে যে মেয়েদের স্কুলের সামনে ঘুরঘুর করা বন্ধ করেছিল তারপর আর ওইমুখো হয় নি।  তবে পামদা লেডি বার্ড সাইকেলটা ছাড়েনি। সেটা তার দীর্ঘদিনের সঙ্গী ছিল। সেই পাম-দা ' র সাথে রেলের দীর্ঘদিনের এক অম্লমধূর সম্পর্ক ছিল। বেশকিছু ঘটনা ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা থাকবে। আজ কিছু স্মৃতিরমন্থন করা যাক। পাম-দা ' র এক হরিহর আত্মা বন্ধু ছিল। সে সুদূর ব্যাঙ্গালোরে পড়াশোনা করত। পাম-দা সারাবছর বিরহ যন্ত্রনার মধ্যে কাটিয়ে পুজার ছুটির আগে অপেক্ষা করত কখন সে আসবে। এর মধ্যে সমকামী প্রেমের কোন গন্ধ ছিল না। আজ থেকে অন্তত কুড়ি বছর আগে ব্যাপারটা ফেসবুকের মতই প্রায় অজানা ছিল। পাম-দা সেই বন্ধুকে আনতে এবং ছাড়তে স্টেশনে অবশ...