Posts

Showing posts from August, 2020

স্বপনকুমার ও আমাদের ছোটবেলা

বই: স্বপনকুমারের কুড়িটি উপন্যাস প্রথম খন্ড, প্রকাশক: দেব সাহিত্য কুটির , মূল্য: ২৭৫ টাকা, স্বপনকুমার, আমার মতন যারা ৮০ দশকের শেষের দিকে বা ৯০ দশকের শুরুর দিকে স্কুলে পড়েছেন তাদের কাছে অতি পরিচিত নাম । আমার এক বড় দাদা ছিল চেয়ে আশির দশকের মাঝামাঝি সময়ে তার পাঠ্যজীবন শেষ করে তা কেনা কিছু স্বপনকুমারের বই ছিল, পাতলা চটি চটি বই । তখন মূল্য ছিল এক টাকা করে । আর বইয়ের পেছনে একটা লিস্ট থাকতো তাতে কতগুলো গল্প আছে মোট এরকম কতগুলি বই আছে আরো । তখন আমার আবছা মনে আছে তখন আমি দেখেছিলাম মোটামুটি ১০০ খানার মতন ছিল, আমি জানি না এর থেকে বেশী স্বপনকুমার লিখেছেন কিনা । স্বপনকুমার আমাদের ছাত্র জীবনের লুকিয়ে বই পড়ার অনেকখানি জুড়ে ছিলেন । সবচেয়ে মজার ছিল এই স্বপনকুমারের বই পড়তে খুব বেশী সময় লাগতো না । তার কারণ বইয়ের আকার খুব একটা বড় হত না। খুব কম সময়ের মধ্যেই একটা বই পড়ে এক্কেবারে শেষ করে ফেলা যেত । আমাদের সময় ফেসবুক ছিল না আমাদের সময় হোয়াটসঅ্যাপ ছিল না আমাদের ইন্টারনেট ছিল না আমরা কম্পিউটার পাইনি । তাই স্বপনকুমার আমাদের বিনোদনের অনেকটা জায়গা জুড়ে ছিলেন, স্বপনকুমার আমাদের কাছে একটা আবেগের নাম । আমাদের...