Posts

Showing posts from September, 2021

আমাদের স্কুল - জেনকিন্স স্কুল কোচবিহার

Image
------------------------   - ১ -  জলের ট্যাঙ্ক  ------------------------ রবীন্দ্রনাথ নিজে প্রথাগত শিক্ষাদীক্ষা থেকে বহুদূরে থাকলেও পরবর্তীকালে ছাতিমতলা বেছে নিয়েছিলেন শিক্ষাদানের ক্ষেত্রে হিসেবে। এই রবীন্দ্রনাথের জন্মবর্ষেই আমাদের স্কুল জেনকিন্স বিদ্যালয় স্থাপিত হয়। আমাদের ছিল দেবদারু গাছ। সেই গাছের নিচে অবশ্য ক্লাস হতো না, কিন্তু সাইকেল থাকত। মাঝে মধ্যে দু’একটা সাইকেল চুরি হয়ে যেত। সবথেকে বেদনাদায়ক ছিল যদি কোন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রের সাইকেল চুরি হত। আমি নিজে একবার এইরকম চুরির খবর পেয়ে খুব দুঃখ পেয়েছিলাম। শেষ সম্বল হারিয়ে ছলছল চোখে দাঁড়িয়ে থাকা দাদাটির দিকে তাকিয়ে থাকার মত ক্ষমতা আমার ছিলনা।  আমাদের স্কুলে একটি লাইব্রেরী ছিল। আমরা স্কুল জীবনে যার অস্তিত্ব সন্মন্ধে কোনো ধারনাই করতে পারিনি। পড়াশোনার বাইরে যে জ্ঞানের ভান্ডার থাকে তা বন্ধুদের কাছ থেকে ধার করে পড়ে বা পাড়ার লাইব্রেরী থেকেই মেটাতে হত। কিন্তু সেই স্কুল লাইব্রেরির অভাব মিটিয়েছিল একটি জলের ট্যাঙ্ক। সিমেন্ট দিয়ে তৈরি আদর্শ কিউবিক আকৃতির ট্যাঙ্কটি জাল দিয়ে ঘেরা থাকত আর উপরে ছিল টিনের চাল...