ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সি
আজকাল ভারতবর্ষেও ক্রিপ্টোকারেন্সি নামক মুদ্রাব্যবস্থা ধীরে ধীরে চালু হচ্ছে। পশ্চিম দেশে এর বেশ ভাল রকমের প্রচার ও প্রসার রয়েছে। আমরা যদি ট্রাভেলার্স চেক হিসেবে একে ধরি তাহলে বুঝতে সুবিধে হবে। কিন্তু ব্যাপারটা পুরোটাই ডিজিটাল। এর কোন পেপারওয়ার্ক হয় না। এই পুরো ব্যাপারটা করতে যে টেকনোলজি ব্যবহার করা হয় তাকে বলা হয় ব্লকচেইন। ক্রিপ্টোগ্রাফির শর্ত মেনে এই কারেন্সি গোপন ও স্বচ্ছ রাখা হয়। একটু বুঝে নেওয়ার চেষ্টা করা যাক কিভাবে ব্লকচেইন কাজ করে। তার আগে আমরা অনলাইনে ব্যাংক কেমন করে টাকা পাঠায় সেটা একটু ঝালিয়ে নিই। যদি আপনি কাউকে টাকা পাঠাতে চান তাহলে তার নাম, অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি আপনার ব্যাংকে রেজিস্টার করতে হবে। অবশ্যই অনলাইনে । এরপর ব্যাংক সেই তথ্য RBI এর মাধ্যমে ভেরিফাই করবে। এরপর আপনি যখন টাকা পাঠাবেন তখন আপনার একাউন্ট থেকে সেই পরিমান টাকা কেটে নির্দিষ্ট একাউন্টে টাকা জমা পড়বে। এই সমস্ত লেনদেনের মধ্যে এক ধরনের বিশ্বাস কাজ করে। যাকে সাধারণত ট্রাস্ট বলা হয়। এখানে আপনি, আপনার ব্যাংক, যাকে পাঠাচ্ছেন তিনি ও তার ব্যাংক --- সকলেই সকলকে চেনেন বা জানেন। দেশ...