জানালা দিয়ে

জানালা দিয়ে
=========
-ঋজু ঘোষ, ১২ই মার্চ ২০১৮, ব্যাঙ্গালোর

        এখানে শরতের আকাশটা বেশ পরিস্কার। নীল আকাশে সাদা মেঘের সাথে মৃদু সূর্যের আলোয় ঝলমল করছে সারা শহর। সারি সারি গাছ রাস্তার দুপাশে। অ্যালবার্টের জানালা দিয়ে পেড্রোর বাংলোর গেট আর লাল ছাদের কিছুটা দেখা যাচ্ছে। পেড্রো বেশ নামকরা ব্যবসায়ী। তার কোম্পানি অনেকগুলি বোট চালায়। এগুলি সারাবছর ধরে টুরিস্টদের ক্যানালগুলিতে ঘোরায়। পেড্রোর বাংলোর গেট সবসময় বন্ধ থাকে। আজ পর্যন্ত অ্যালবার্ট কাউকে গেট দিয়ে হেঁটে ঢুকতে বা বেরোতে দেখে নি।  সবসময় সেই গেটে কেউ না কেউ পাহারায় মোতায়েন থাকে। গত দুদিন ধরে অ্যালবার্ট একজন মেয়েকে দেখতে পাচ্ছে। প্রথমবার একটু খটকা লেগেছিল। দূরবীন দিয়ে ভালো করে দেখতে বুঝেছে সে একজন রীতিমত ডাকসাইটে সুন্দরী। তারপর থেকে অ্যালবার্টের জানলার ধারে আসা বেড়ে গেছে।  দুপুরের দিকে যখন ব্যস্ততা কম থাকে তখন সেই গার্ডটি বই নিয়ে বসে থাকে। পেড্রো আবার দূরবীন দিয়ে বোঝার চেষ্টা করেছিল কী বই। কিন্তু তার অনির্বচনীয় মুখমণ্ডলের কাছে সেই দৃশ্য থমকে গেছে।

         অ্যালবার্ট তারপর থেকেই ভাবছে কি বাহানায় পেড্রোর সেই বাড়িতে ঢোকা যায়। গেটটা অ্যালবার্টের জানালা দিয়ে দেখা গেলেও তা একদম রাস্তার ধারে নয়। রাস্তা থেকে সরুগলি দিয়ে মোরাম বিছানো পথে কিছুটা এলে তবে এই গেট পড়ে।  কী বলে সে পেড্রোর বাড়িতে ঢুকবে? কেনই বা পেড্রো তার সাথে দেখা করবে। এইসব ভাবতে ভাবতেই অ্যালবার্ট হাতের কাছে এলিয়টের "ওয়েস্ট ল্যাণ্ড"-টা দেখতে পেল। গত দুদিন ধরে জানালার ধারে বসতে গিয়ে বইটা আর পড়া হয়ে উঠছে না। পেড্রো বইটা তুলে নিয়ে দরজা বন্ধ করে দুড়দাড় করে সিড়ি দিয়ে নামতে নামতে ভাবছিল সোজা গিয়ে মেয়েটাকে জিজ্ঞেস করবে, "মাদামোজেল আপনি কি বলতে পারেন কেন এলিয়টের ওয়েস্ট ল্যাণ্ড আমার আর পড়তে ভালো লাগচে না?"

Comments

Popular posts from this blog

ভিনসেন্ট ভ্যানগখ এর সাথে

Cooch Behar a Pop History (ইতিকথায় কোচবিহার)

Durga Puja 2013 in Bangalore