সেইসব বেদনা
কখনও অসামাজিক হতে
হয়,
মুর্খ না হয়েও অসামাজিক
হতে হয়
যখন পিতা তার
সন্তান হারায়
তখন আমি তাকে
কিভাবে ফোন করি?
ফোন করে কি
বলব আমি তাকে?
তারচেয়ে বরং চুপ বসে
থাকি
যে বেদনা ভাগ
করে নেওয়া যায় না
সে বেদনার কোন
সান্ত্বনা হয় না
কোন মায়ের হাত
হঠাৎ খালি
আর রাতের ঘুমের
কোন ব্যাঘাত নেই
নেই কোন চিৎকার
কান্নার শব্দ
চারপাশে শ্মশানের নিঃশব্দ কোলাহল
এমনতো ছিল না শর্ত
না বুঝেই যে
ভালোবাসা এসেছিল
না বুঝেই সে
ভালবাসা চলে গেল ।
সে সন্তানহারা পিতা
আমার বান্ধব
আমি তাকে দূর
থেকে আলিঙ্গন করি।।
-- ঋজু
ঘোষ, ১৩ মার্চ ২০২০
Comments
Post a Comment