মাতলা নদী
একটা দাঙ্গা বাধানোর অপপ্রচেষ্টা ব্যর্থ হয়েছে। দাঙ্গা হয় নি। বরং একে অপরকে আগলে রেখেছে। এই অসময় আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে আমার "মাতলা নদী" আছে। যে নদীর ধার আমাদের সবার ঠিকানা।
মাতলা নদী
=======
মাতলা নদীর ধারে একটি গ্রাম আছে
যে নদীর জলে সারা গ্রাম রান্না করে
ওই গ্রামের মেয়েরা কলসি কাঁখে জল ভরতে যায়
ওই গ্রামের ছেলেরা গামছা পরে স্নান সেরে ফেরে
=======
মাতলা নদীর ধারে একটি গ্রাম আছে
যে নদীর জলে সারা গ্রাম রান্না করে
ওই গ্রামের মেয়েরা কলসি কাঁখে জল ভরতে যায়
ওই গ্রামের ছেলেরা গামছা পরে স্নান সেরে ফেরে
মাতলা নদীর ধারে কোন মন্দির নেই
মাতলা নদীর ধারে কোন মসজিদ নেই
মাতলা নদীর ধারে কোন চার্চ নেই
মাতলা নদীর ধারে কোন মসজিদ নেই
মাতলা নদীর ধারে কোন চার্চ নেই
ওই গ্রামের একটাই ধর্ম
ওই ধর্মের নাম 'মাতলা নদী'
মাতলা নদী ওদের জীবন
মাতলা নদীর জল সবার রক্তে
ওরা কয়ঘর পাশাপাশি থাকে
ওরা ভুলে গেছে কী ছিল ওদের ঠিকানা
মাতলার জলে একবার স্নান করলে
সব পাপ পূণ্য ধুয়ে মুছে যায়
মাতলার কলকল শব্দই ধ্বনি হয়ে বয়
মাতলা নদী কোন ধর্ম নয়
মাতলা নদী কেবল ধারক
ওই ধর্মের নাম 'মাতলা নদী'
মাতলা নদী ওদের জীবন
মাতলা নদীর জল সবার রক্তে
ওরা কয়ঘর পাশাপাশি থাকে
ওরা ভুলে গেছে কী ছিল ওদের ঠিকানা
মাতলার জলে একবার স্নান করলে
সব পাপ পূণ্য ধুয়ে মুছে যায়
মাতলার কলকল শব্দই ধ্বনি হয়ে বয়
মাতলা নদী কোন ধর্ম নয়
মাতলা নদী কেবল ধারক
আমি মাতলা নদীর ধারে আমার ঘর বেঁধেছি
আমার ঠিকানা ওই মাতলা নদীর ধার
আমাকে ওখানেই চিঠি লিখো।।
আমার ঠিকানা ওই মাতলা নদীর ধার
আমাকে ওখানেই চিঠি লিখো।।
ঋজু ঘোষ, ৩ মার্চ ২০২০, ব্যাঙ্গালোর
Comments
Post a Comment