গভীর অসুখ
আজ পৃথিবীর গভীর অসুখ
আজকে পৃথিবী দুই দলে ভাগ
এক যারা অসুস্থ আর যারা অসুস্থ হতে পারে
এই হওয়া আর না হওয়ার মাঝখানে পড়ে
সুস্থতা তার মাহাত্ম্য হারিয়েছে।
ধর্ম আজ ডেকে নেয়নি তার সন্তানদের
মানুষই মানুষের ডাক শুনছে
মন্দির-গির্জা-মসজিদ সব দরজা বন্ধ কেন?
কেউ জিজ্ঞেস করছে না।
কারণ প্রার্থনার কোন নির্দিষ্ট প্ল্যাটফর্ম হয় না
মায়ের কাছে সন্তানের কোন ছোঁয়াচ নেই
এক গভীর গোপন ষড়যন্ত্র জ্বর হয়ে নেমে এসেছে
মানুষ মানুষে বিশ্বাস হারিয়েছে
দরকার ছিল আরও বেশি হাসপাতালের
আজ যে বাতাস দূষিত তারও প্রয়োজন ফুরায় নি
কিন্তু আজ যে সবার মাঝে থেকেও একা হয়ে গেছে
তার ওষুধ, বাতাস, খাদ্যের প্রয়োজনের সাথে সাথে
দরকার এক উষ্ণ কোমল স্পর্শ
এলোমেলো চুলে বিলিকাটা লম্বা আঙ্গুল
ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে
অপেক্ষায় বসে থাকা একবুক ভালোবাসা।।
-- ঋজু ঘোষ, ১৩ মার্চ ২০২০, ব্যাঙ্গালোর
Comments
Post a Comment