দেবব্রত


আজও মাঝে মাঝেই দেবব্রতকে মনে পড়ে
দেব্রা আমার স্কুলের বন্ধু ছিল।
আমাদের মিলের চেয়ে অমিলই ছিল বেশি
দেব্রা সুন্দর তবলা বাজাত আর আমি গানই শুনতাম না
দেব্রার ছিল অদ্ভুত সব কারিগরি শখ
আমি যার একনিষ্ঠ পর্যবেক্ষক।
এইসব করতে করতে করতেই
আমি হোল্ডারে বাল্ব আর প্লাগে তার লাগান শিখে গেলাম
দেব্রা আমার বসবাসের অনেক বাড়িতে আজও আলো জ্বালায় ওইভাবে
এর বাইরে আমার আর কিছু শেখা হয়ে ওঠে নি
তেমনই আমাদের বন্ধুত্বের সিঁড়িও আর পেরনো হয় নি 
বন্ধুত্ব বাড়ে কমে না, বন্ধুত্বের কোন বার্ধক্য ও জরা নেই -
আমি দেব্রার সাথে বন্ধু না হলে বুঝতামই না

আমাদের কোন ঝগড়া নেই
আমাদের কোন ভালোবাসা নেই

আজ দেব্রা ওইসবের থেকে অনেক দূরে
আমি আজও সেই পথ পাড়ি দিয়ে চলেছি

আমাদের একটাই পথ
দুজনের মাঝে দুরত্বটাই বেড়ে গেল হঠাৎ।।

-- ঋজু ঘোষ, ১৩ মার্চ ২০২০, ব্যাঙ্গালোর  

Comments

Popular posts from this blog

Cooch Behar a Pop History (ইতিকথায় কোচবিহার)

ভিনসেন্ট ভ্যানগখ এর সাথে

বৈদিক সাহিত্য, শিক্ষা ও হিন্দু ধর্ম