তুইতো ছিলি

তুইতো ছিলি অনেক আগেই
যদি তোকে পেতাম একটু আগে
ফিরে এলাম তোর ডাকেতেই
নাহয় পালিয়ে যেতাম তোর সোহাগে
আমার তোকে বাসতে ভালো
একটু আগে একটু পরে
অন্ধকারে একটু আলো
একচিলতে মেঘদুপুরে
কম ছিল না ভালোবাসায়
দঁড়িয়ে আছি পথের ধারে
তবে আমি কিসের আশায়
শূন্য চোখে নদীর পাড়ে
ভাঙছে যে ধার উঠোন পাড়ে
ডাকছে আমায় আমার একা
আমার সকাল ক্লান্ত ভোরে
ওই যে দূরে যাচ্ছে দেখা
তুই যে আমায় ভুলিয়ে দিলি
আয় আঙ্গুল ধরে দু'জন চলি ।।
Wriju
February 14, 2020
আমার মতন খামখেয়ালি, অলস, ঘুমবিলাসী একজনের সাথে এতগুলি বছর কাটানো সহজ কথা নয়।
তবু একজন তার সবকিছু ছেড়েছুঁড়ে আমার সাথে ঘর বাঁধল। শুধু ঘর বাঁধাই নয়, গোটা সংসারটাই সামলালো।
মনে করা যাক আমি একটা সাইকেল চালাচ্ছি। হয়ত মনে হল চা খাই, তবু আমার সাইকেলটা আমায় ছাড়াই চলছে - এরকম অনেকবারই হয়েছে।

Comments

Popular posts from this blog

Cooch Behar a Pop History (ইতিকথায় কোচবিহার)

ভিনসেন্ট ভ্যানগখ এর সাথে

বৈদিক সাহিত্য, শিক্ষা ও হিন্দু ধর্ম