C/O, দেবজ্যোতি ঘোষ

C/O, দেবজ্যোতি ঘোষ
================
আজকে আমাকে কেউ আর চিঠি লেখে না,
লিখলে ঠিকানা হোত C/O, দেবজ্যোতি ঘোষ
আমার নাম ছাড়াই ওটা আমার ঠিকানা
আমি জানি চিঠিগুলো আজো ঠিক পৌঁছাবেই
ওখানে আমার একটা ঘর আছে আমার বই আছে
আমি আজও ওইখানে থাকি,
যে বাড়ির চারদেয়াল ছেড়ে কখনও বের হতে পারিনি
সে বাড়ির ঠিকানায় আজো লেখা থাকে
C/O, দেবজ্যোতি ঘোষ
এছাড়া আমার কোন পরিচয় নেই
আমরা সকলেই আছি, শুধু একজন নেই
দু'মাস হয়ে গেল।
মনে হয় এখনো তো চলছে সবই আগের মতই
শুধু অসময়ে একখানা অনাথ বন্যা এসেছিল,
একজন একরাশ অভিমান বুকে নিয়ে চলে গেছে
সবকিছু বদলে গেছে,
শুধু
C/O, দেবজ্যোতি ঘোষ
ছাড়া।।
ঋজু ঘোষ, ২৫ ফেব্রুয়ারি ২০২০, ব্যাঙ্গালোর

Comments

Popular posts from this blog

ভিনসেন্ট ভ্যানগখ এর সাথে

Cooch Behar a Pop History (ইতিকথায় কোচবিহার)

Durga Puja 2013 in Bangalore