ইন্টারভ্যাল
যখন সারা পৃথিবী ধর্ম নিয়ে করছে অভিনয়
তখন আপনি অভিনয়কে ধর্ম করে ফেলেছেন
তারপর পাড়ি দিয়েছেন সাতসমুদ্দুর
শুরুটা শুরু হতে সময় নিয়েছে
শেষটাও শেষ হল না শেষবারের মত
শুরুটা শুরু হতে সময় নিয়েছে
শেষটাও শেষ হল না শেষবারের মত
যার রাস্তাটাই শিল্প ছিল আর শিল্পটাই রাস্তা
সেই রাস্তার ধারে দাঁড়িয়ে আমার মত অজস্র
সেই রাস্তার ধারে দাঁড়িয়ে আমার মত অজস্র
আমরা দাঁড়িয়ে ছিলাম আপনাকে দেখব বলে
আমরা দাঁড়িয়ে আছি আপনাকে দেখব বলে
আমরা দাঁড়িয়ে থাকব আপনাকে দেখব বলে
আমরা দাঁড়িয়ে আছি আপনাকে দেখব বলে
আমরা দাঁড়িয়ে থাকব আপনাকে দেখব বলে
এ এক অনন্ত ম্যারাথন -
যে ম্যারাথন শুরু করার ধৈর্য আপনি দেখালেন
সে অনন্ত ম্যারাথন আমরা দেখে যাব বহুযুগ
যে ম্যারাথন শুরু করার ধৈর্য আপনি দেখালেন
সে অনন্ত ম্যারাথন আমরা দেখে যাব বহুযুগ
কেউ বলে নি আপনার একটুও খুঁত ছিল
কেউ বলবে না আপনার আপোষ ছিল
এমনটাও হয়! যাকে নিয়ে একটাও খারাপ কথা নেই?
যাকে নিয়ে সমালোচনা হল না ?
বোদ্ধারা চুপ, ভক্তরা উদ্বেল-আহত
এরই মধ্যে একটু তাড়াহুড়ো করে
অন্ধকার ঘর থেকে চুপচাপ উঠে পড়লেন
চেয়ারের দুই হাতলে যেভাবে কেউ হাত রাখে
উঠে পড়বার আগে - বুঝেছিল অনেকেই
তাও কেউই ভাবে নি
কেউ বলবে না আপনার আপোষ ছিল
এমনটাও হয়! যাকে নিয়ে একটাও খারাপ কথা নেই?
যাকে নিয়ে সমালোচনা হল না ?
বোদ্ধারা চুপ, ভক্তরা উদ্বেল-আহত
এরই মধ্যে একটু তাড়াহুড়ো করে
অন্ধকার ঘর থেকে চুপচাপ উঠে পড়লেন
চেয়ারের দুই হাতলে যেভাবে কেউ হাত রাখে
উঠে পড়বার আগে - বুঝেছিল অনেকেই
তাও কেউই ভাবে নি
জীবন কি আপনার সাথে একটা অভিনয় করল?
হোক না এ এক ইন্টারভ্যাল
যেমন সিনেমায় হয়
হোক না এ এক ইন্টারভ্যাল
যেমন সিনেমায় হয়
আমাদের বুকের ভেতরে মর্মর এপিটাফ নিয়ে একখান
বেড়ে গেছে সকলের প্রত্যাশা, আপনি ফিরছেন ইরফান।।
বেড়ে গেছে সকলের প্রত্যাশা, আপনি ফিরছেন ইরফান।।
-ঋজু ঘোষ, ২৯ এপ্রিল ২০২০, ব্যাঙ্গালোর
Comments
Post a Comment