বদল

চেহারার সাথে সাথে শহরেরও ভূগোল বদলায়
কেন এত ভাঙাগড়া, কেন এত কারিগর
এক বাড়ি ভেঙে আরএক বাড়ি
এক সম্পর্ক ভেঙে আরএক
যে মেয়েটি নববধূর লজ্জায়
পিছু পিছু ধীরপায়ে এসেছিল একদিন
আজ তারই হাতে ঘরের চাবি
দরজা সেই খুলছে
লোকটি অথর্বপ্রায় কোনমতে দাঁড়িয়ে থাকা এক নিঃস্বঙ্গ সম্রাট
ঘোলা চোখে দেখছে, ভুলে গেছে অবাক হতে
একদিন মেয়েটির হাতবদল হয়েছিল
আজকে চাবিটার হাতবদল হয়েছে।।
ঋজু ঘোষ, ব্যাঙ্গালোর, 15 সেপ্টেম্বর 2019

Comments

Popular posts from this blog

ভিনসেন্ট ভ্যানগখ এর সাথে

ডাচ গোল্ডেন এজ, রেমব্রান্ট ও নাইট ওয়াচ