আমি ভালো আছি

আমি ভালো আছি
==========

আমি ভালো আছি
আমার ছোট বাড়ি তাই
বসার ঘর থেকে খাওয়ার টেবিলে আসতে
মাত্র দশ পা হাঁটলেই চলে।
হাজার মাইল হাঁটার দরকার পড়ে না।
আমি ভালো আছি।

আমার বিছানা পাথরের নুড়ি বিছানো নয়
নরম শিমূলতুলোয় মোড়া আমার গদি।
পাশবালিশ আমার তুলতুলে নরম
ইস্পাতের লাভাগরম রেললাইন নয়।
আমি ভালো আছি।

বিছানায় শুয়ে আমি মৃত্যুর গন্ধ পাই
আচমকাই জেগে উঠি
তারপর আবার ঘুমাই
নরম পাশবালিশকে পরম আশ্লেষে জড়িয়ে।

ব্যাগ মাথায় হাঁটতে হচ্ছে না আমাকে
রেল লাইনে ঘুমুতে হচ্ছে না আমাকে
রান্নাঘরে গরম খাবারের গন্ধ পাচ্ছি

আমি ভালো আছি।।

ঋজু ঘোষ, ৯ মে ২০২০, ব্যাঙ্গালোর

১৬ জন শ্রমিক প্ররিশ্রান্ত রেললাইনের ঘুমিয়ে থাকা অবস্থায় চিরঘুমে তলিয়ে গেলেন। আমার দেশ তুমি কি এই অভিশাপ কাটিয়ে উঠতে পারবে? 'এই মৃত্যু উপত্যকা আমার'ই দেশ। হায়!!

Comments

Popular posts from this blog

ভিনসেন্ট ভ্যানগখ এর সাথে

ডাচ গোল্ডেন এজ, রেমব্রান্ট ও নাইট ওয়াচ