আলোকবর্ষ


একটা আলোকবর্ষ দূরে আমার ভালোবাসা তোমাকে দিলাম

আলোকবর্ষ তো কোন সময় নয় কেবলই দূরত্ব।

অথচ কেমন সময়ের সাথে সাথে দূরত্ব বাড়তেই থাকে 

রাস্তার পাশের গাছগুলি কাটা পড়ে

লাশকাটা ঘরে তবু কিছুটা সেলাই করা হয়

কিন্তু যে সময়টা কাটা পরে গেছে তা জুড়লে 

কয়েক আলোকবর্ষ হয়ে যাবে। 

আবারও বলছি আলোকবর্ষ কোন সময়ের হিসেব নয়

এ দিয়ে কেবল দূরত্বই মাপা হয়। 

তবু সময়ের সাথে সাথেই তো দূরত্ব বেড়ে চলে

আমাদের অর্থনৈতিক হিসেবের যোগ-বিয়োগের মাঝে

কয়েক আলোকবর্ষ ব্যবধান ।।


-- ঋজু, ১২ মার্চ ২০২১ ব্যাঙ্গালোর 

Comments

Popular posts from this blog

ভিনসেন্ট ভ্যানগখ এর সাথে

ডাচ গোল্ডেন এজ, রেমব্রান্ট ও নাইট ওয়াচ