ডক্টর কলিতা
আমার প্রথম চাকরির প্রথম পোস্টিং ছিল মিজোরাম রাজ্যের রাজধানী আইজল। ।।১।। স্থলপথে আইজল পৌঁছতে বেশ কাঠখড় পোড়াতে হত। প্রথমে পৌঁছে গেলাম আসামের রাজধানী গৌহাটি শহরে। এই শহর থেকে রোজ সন্ধ্যেবেলা একদল বাস বেরিয়ে পড়ত শিলচর নামক প্রান্তিক এক শহরের উদ্দেশ্যে। পুরো রাস্তাটাই অপরূপ মনোরম দৃশ্যে ভরা। সাথে যুক্ত হত মৃত্যুভয় সেইসময় বোড়োল্যান্ড আন্দোলন একেবারে চরমে। মাঝে মাঝেই লুটপাট ও সাধারণ যাত্রীদের মেরে ফেলার খবর পাওয়া যেত, তাই বাসগুলি সন্ধ্যাবেলা গৌহাটি শহর থেকে একসাথে বের হত। আর মাঝের কিছু বাসে সশস্ত্র সিআরপিএফ জওয়ান যাত্রীদের সঙ্গে বসে থাকতেন। এদের কাজ ছিল বিপদ দেখলে প্রতিআক্রমণ করা। যেহেতু সারারাত বাসগুলি চলার পরে সক্কালবেলা শিলচর শহরে পৌঁছে যেত, তাই এই মেঘালয়ের অপরূপ সৌন্দর্য দেখার অবকাশ থাকত না। যাই হোক সন্ধ্যেবেলায় গৌহাটি শহরের বিরক্তিকর জ্যাম কাটিয়ে বেরোতে বেরোতেই রাত হয়ে যেত। তারপর পথের ধারে কোন ধাবায় বাসগুলোকে দাঁড় করিয়ে খাবারের ব্যবস্থা করত যাত্রীরা যে যার নিজেদের মত। এইসব করে বের হতে হতে প্রায় রাত এগারটা হয়ে যেত। এরপর ধীরগতিতে সারারাত ধরে বাসের কনভয় মেঘালয়...